মূল হিসাব
সূত্র :
(ক) যাকাতযোগ্য সম্পদের মূল্য = সব সম্পদের মোট মূল্য বিয়োগ (-) মোট ঋণ।
(খ) যাকাতের পরিমাণ = যাকাতযোগ্য সম্পদের মূল্য ভাগ (স্ট) ৪০।
উদাহরণ স্বরূপ : সব সম্পদের মোট মূল্য = ১০,০০০০০/= (দশ লক্ষ টাকা)
মোট ঋণ = ২,০০০০০ (দুই লক্ষ টাকা)
সুতরাং যাকাতযোগ্য সম্পদের মূল্য = (১০,০০০০০-২,০০০০০) = ৮,০০০০০/= (আট লক্ষ টাকা)
অতএব, যাকাতের পরিমাণ = (৮,০০০০০ স্ট ৪০) = ২০,০০০/= (বিশ হাজার টাকা)