রোজ ফাউন্ডেশন

আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও অলাভজনক সমাজসেবামূলক প্রতিষ্ঠান।

চলমান কার্যক্রম

রোজ ফাউন্ডেশন

শিক্ষা

শিক্ষাঃ

  1. প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র, এতিম ও অসহায় মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য বৃত্তি প্রকল্প চালু করার মাধ্যমে মেধা বিকাশে সহযোগিতা ও উৎসাহ প্রদান করা।
  2. দরিদ্র ছাত্র/ছাত্রীদের জন্য আর্থিক সহযোগিতার মাধ্যমে শিক্ষা লাভের সুযোগ তৈরী করা।
  3. শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানের জন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহযোগিতা প্রদান করা।
  4. উচ্চতর শিক্ষাক্ষেত্রে দরিদ্র মেধাবীদের সহযোগিতা প্রদান করা।
  5. ছাত্র/ছাত্রীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা।

More...

চিকিৎসা

চিকিৎসা সুবিধাঃ

  1. জরুরী চিকিৎসার জন্য মানুষকে সহযোগিতা প্রদান, যেমন দূর্ঘটনা কবলিত মানুষকে জরুরী চিকিৎসা সেবা, হাসপাতালে পৌছানো/ পরীক্ষা নিরীক্ষা/ ঔষধ সরবরাহকরণ।
  2. দরিদ্র রোগিদের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান করা।
  3. দূরারোগ্য রোগে আক্রান্তদের জন্য ফান্ড সংগ্রহ ও চিকিৎসা সেবার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা।
  4. সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোগ প্রতিরোধে এবং সুস্থ সমাজ গঠনে বিভিন্ন প্রকল্প চালু করা।

More...

সমাজসেবা

সমাজসেবাঃ

  1. বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে সমাজের মানুষের পাশে থেকে বিভিন্ন সেবা প্রদান করা।
  2. সমাজের অসহায় মানুষের বিভিন্ন অত্যাবশ্যকীয় জিনিসপত্র বিতরণ সহ নানাবিধ জনহিতকর কাজে সহযোগিতা প্রদান।
  3. সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণ ও শিশু/ কিশোরদের নৈতিক অবক্ষয় রোধে বিভিন্ন ক্যাম্পেইন ও কর্মশালা পরিচালনা করা।

More...

প্রতিবন্ধী ও বয়স্ক ব্যাক্তিদের সহায়তা

প্রতিবন্ধী ও বয়স্ক ব্যাক্তিদের সহায়তাঃ

  1. প্রতিবন্ধীদের শিক্ষা ও চিকিৎসার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা এবং তাদের চলাফেরার জন্য সহায়ক উপকরণ বিতরণ করা।
  2. বৃদ্ধ ও বয়োজ্যেষ্ঠদের জন্য বয়স্ক শিক্ষা এবং চিকিৎসাসহ প্রয়োজনীয় সেবা প্রদান করা।

More...

পিতা মাতা এবং সন্তানদের দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ

পিতা মাতা এবং সন্তানদের দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণঃ

  1. পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব।
  2. সন্তানের প্রতি পিতা-মাতার দায়িত্ব এবং
  3. সন্তানকে সঠিকভাবে লালন পালনের জন্য দম্পতি / নব-দম্পতিদের কে “মা-বাবা ও শিশুর” শারীরিক ও মানসিক বিকাশে করণীয় বিষয়ক কর্মসূচি গ্রহন।

More...

যাকাত

যাকাত ফান্ড পরিচালনাঃ

প্রতিষ্ঠানের মাধ্যমে যাকাত প্রদানে আগ্রহী ব্যাক্তিদের নিকট থেকে যাকাতের অর্থ গ্রহণ করে দরিদ্রদের মধ্যে সুষ্ঠু ভাবে বিতরণ করা।

More...

প্রস্তাবিত প্রকল্প সমূহ

রোজ ফাউন্ডেশন

শিক্ষা

বই বিতরণঃ

  1. প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র, এতিম ও অসহায় মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য বৃত্তি প্রকল্প চালু করার মাধ্যমে মেধা বিকাশে সহযোগিতা ও উৎসাহ প্রদান করা।
  2. দরিদ্র ছাত্র/ছাত্রীদের জন্য আর্থিক সহযোগিতার মাধ্যমে শিক্ষা লাভের সুযোগ তৈরী করা।
  3. শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানের জন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহযোগিতা প্রদান করা।
  4. উচ্চতর শিক্ষাক্ষেত্রে দরিদ্র মেধাবীদের সহযোগিতা প্রদান করা।
  5. ছাত্র/ছাত্রীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা।

More...

কর্ম এলাকা

অনুদান

দান হচ্ছে স্বেচ্ছায় নিজের ইচ্ছা মত কোনো কিছু ত্যাগ বা উত্সর্গ করা কে দান বলে, যা হতে পারে কোনো অসহায় কিংবা স্বজনদের মধ্যে, যার মধ্যে কোনো ধরনের শর্ত উল্লেখ থাকেনা। আর অনুদান হচ্ছে যা সমাজ, দেশ তথা রাষ্ট্রের উন্নয়নের জন্য নির্দৃষ্ট কিছু শর্তাবলীর মাধ্যমে নির্দৃষ্ট পরিমান একটা অর্থ প্রদান করা হয়।

মুক্তভাবে

$1 - 100000এককালীন

  • শিক্ষা
  • চিকিৎসা
  • সমাজসেবা
  • প্রতিবন্ধী ও বয়স্ক ব্যাক্তিদের সহায়তা
  • পিতা মাতা এবং সন্তানদের দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ
  • যাকাত
অর্থসাহায্য

ফটো গ্যালারি

  • অল
  • যাকাত
  • শিক্ষা
  • সমাজসেবা

যাকাত

যাকাত

যাকাত

শিক্ষা

শিক্ষা

শিক্ষা

শিক্ষা

শিক্ষা

শিক্ষা

সমাজসেবা

প্রশ্নসমূহ

আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও অলাভজনক সমাজসেবামূলক প্রতিষ্ঠান।

সদস্য সংগ্রহ

০১. সাধারণ সদস্যদের নিয়মিত চাঁদা আদায় নিশ্চিত করতে হবে।
০২. নতুন সদস্য সংগ্রহের জন্য প্রচেষ্টা জোরদার করতে হবে। তবে শুধুমাত্র সদস্য ফরম পূরণ করলেই ফাউন্ডেশন সদস্য হতে পারবেন না। সদস্য ফরমে দাখিলকৃত আবেদন কার্যকরী পরিষদ কর্তৃক অনুমোদন লাভের পর একজন আবেদনকারী ফাউÐেশনের নিয়মিত সদস্য হিসেবে গণ্য হবেন।

আর্থিক ব্যবস্থাপনা

ক. দাতা সদস্য/আজীবন সদস্যের অঙ্গীকারকৃত/নির্ধারিত দান/অনুদান আদায়:
দাতা সদস্যগণের এককালীন নির্দারিত চাদা টা:৫.০০(পাঁচ) লক্ষ এবং আজীবন সদস্যদের এককালীন নির্ধারিত চাদা টা:১.০০(এক) লক্ষ। এছাড়াও সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্যগণের মধ্যে কারও কারও অনুদানের প্রতিশ্রæতিও রয়েছে।
আগামী ৩০.০৯.২০২১ খ্রি. তারিখের মধ্যে দাতা ও আজীবন সদস্যগণের তালিকা হালনাগাদ করে আগামী ৩১.১০.২০২১ খ্রি. তারিখের মধ্যে চাদাসমূহ আদায়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলোচ্য সভাকালীন সময় পর্যন্ত দাতা/আজীবন সদস্যসহ নামের পাশের্^ বর্ণিত মতে দাতা/সাধারণ সদস্য বা আজীবন/সাধারণ সদস্য তালিকা নিম্নরূপ :
১. মো. সাইদুর রহমান সরকার -দাতা সদস্য
২. মো. জহিরুল ইসলাম সরকার -আজীবন/দাতা সদস্য
৩. আব্দুল মান্নান মোল্লা -দাতা/সাধারণ সদস্য
৪. কাইয়ুম খান -দাতা/সাধারণ সদস্য
৫. এসএম শফি কামাল -দাতা/সাধারণ সদস্য
৬. এসএম নাসির উদ্দিন -আজীবন/সাধারণ সদস্য
৭. রেহেনা বেগম -দাতা সদস্য
৮. রোকেয়া ইয়াসমিন -দাতা সদস্য
৯. সুলতানা রাজিয়া -দাতা সদস্য
দাতা সদস্য এবং আজীবন সদস্যগণ নিয়মিত চাঁদা অর্থাৎ সাধারণ সদস্যদেস ন্যায় চাঁদা প্রদান সাপেক্ষে কার্যকরী পরিষদের সদস্য নির্বাচনের ভোট্যধিকার প্রাপ্ত হবেন।
খ. নতুন সদস্য সংগ্রহ এবং সাধারণ সদস্যদের নিয়মিত চাঁদা আদায়:
০১. সাধারণ সদস্যদের নিয়মিত চাঁদা আদায় নিশ্চিত করতে হবে।
০২. নতুন সদস্য সংগ্রহের জন্য প্রচেষ্টা জোরদার করতে হবে। তবে শুধুমাত্র সদস্য ফরম পূরণ করলেই ফাউন্ডেশন সদস্য হতে পারবেন না। সদস্য ফরমে দাখিলকৃত আবেদন কার্যকরী পরিষদ কর্তৃক অনুমোদন লাভের পর একজন আবেদনকারী ফাউÐেশনের নিয়মিত সদস্য হিসেবে গণ্য হবেন।
গ. নতুন ব্যাংক এ্যাকাউন্ট খোলা:
০১. নিবন্ধন পত্রের দফা-০৭ এর শর্তমতে নিবন্ধনের পর ৩০দিনের মধ্যে সংস্থার নামে ব্যাংক এ্যাকাউন্ট খুলে নিবন্ধনকারী কর্তৃপক্ষকে অবহিত করনের নিমিত্ত রোজ ফাউন্ডেশন নামে পরিচালিত ট্রাস্ট ব্যাংক লিমেটেড, মালিগাঁও শাখা, দাউদকান্দি, কুমিল্লা, হিসাব নং-৭০১৭০২১২০০৪৩১৭-এর তথ্য নিবন্ধনকারী কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
০২. রোজ ফাউন্ডেশন নামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ যাকাত ফাÐ পরিচালনার সুবিধার্থে একটি এ্যাকাউন্ট এবং ফাউÐেশনের সার্বিক কাজের সুবিধার্থে একটি মার্চেন্ট ব্যাংক এ্যাকাউন্ট খুলে তার বিস্তারিত তথ্যদি নিবন্ধনকারী কর্তৃপক্ষকে পরবর্তীতে অবহিত করা হবে।
ঘ. হিসাব সংরক্ষণ ও সমাজসেবা অধিদপ্তরের ছক অনুযায়ী পরীক্ষিত হিসাব ও প্রতিবেদন জমা প্রদান:
সমাজসেবা অধিদপ্তরের ছক অনুযায়ী ফাউÐেশনের হিসাব সংরক্ষণ করতে হবে এবং সংরক্ষিত আয়-ব্যয়ের হিসাবের প্রয়োজন অডিটকার্য সম্পন্ন করে নিরীক্ষিত প্রতিবেদন সমাজসেবা অধিদপ্তরে জমা দিতে হবে।

যোগাযোগ

ঠিকানা:

বায়নগর , দাউদকান্দি ,কুমিল্লা

মোবাইল :

+8801823078575

Loading
Your message has been sent. Thank you!